রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর একটি গোপন অভিযানে গ্রেফতার করা হয়েছে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় বসিলা সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে ও তার তিন সহযোগীকে আটক করা হয়।
এক্সেল বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যাকাণ্ড, অস্ত্র বহন, অপহরণ, চাঁদাবাজি ও ভূমি দখলসহ অন্তত ১৫টিরও বেশি মামলা রয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এক্সেল বাবু রাজধানীজুড়ে সক্রিয় কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো’, ‘ডার্ক স্ট্রাইকার্স’ ও ‘রেড ভলক্যানো’-র পৃষ্ঠপোষক এবং কুখ্যাত অপরাধী ‘কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার’-এর গডফাদার হিসেবেও পরিচিত।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শিরোনাম :
সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুসহ গ্রেফতার ৪
-
অনলাইন ডেক্স - আপলোড সময় : ০১:৩৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- ৩২০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


























