ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গেন্ডারিয়ায় ডিএনসির অভিযান:বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৪০৬ Time View

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২০ মে ২০২৫, মঙ্গলবার

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১৪৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ এবং ১০৬ ক্যান বিয়ার।

মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযান পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে। অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে সূত্রাপুর সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান এবং তার টিম।

গ্রেফতারকৃত ব্যক্তি:
নাম: মোঃ সজল (৩৪)
পিতা: সেলিম রেজা
ঠিকানা: ৪৯, শরাফৎগঞ্জ লেন, গেন্ডারিয়া, ঢাকা।

জিজ্ঞাসাবাদে সজল জানায়, সে বিগত ৫-৬ মাস ধরে গুলশান এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বাসায় মজুদ করে আসছিল। আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশী মদ ও বিয়ার সংগ্রহ করেছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, “অনেক দিন ধরেই এলাকায় মদের গন্ধ ও অস্বাভাবিক মানুষের আনাগোনা লক্ষ্য করছিলাম। ডিএনসির এই অভিযান আমাদের জন্য স্বস্তির।”

উল্লেখ্য, গেন্ডারিয়া এলাকাটি ইতিপূর্বেও বেশ কয়েকবার মাদক ব্যবসা ও সেবনের আখড়া হিসেবে পরিচিত ছিল। তবে সম্প্রতি মাদকবিরোধী তৎপরতার ফলে পরিস্থিতির উন্নতি ঘটছে।

ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

মাদকমুক্ত বাংলাদেশ গঠনে ডিএনসি বদ্ধপরিকর, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের মুদ্রা উৎপাদন

গেন্ডারিয়ায় ডিএনসির অভিযান:বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২০ মে ২০২৫, মঙ্গলবার

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১৪৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ এবং ১০৬ ক্যান বিয়ার।

মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযান পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে। অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে সূত্রাপুর সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান এবং তার টিম।

গ্রেফতারকৃত ব্যক্তি:
নাম: মোঃ সজল (৩৪)
পিতা: সেলিম রেজা
ঠিকানা: ৪৯, শরাফৎগঞ্জ লেন, গেন্ডারিয়া, ঢাকা।

জিজ্ঞাসাবাদে সজল জানায়, সে বিগত ৫-৬ মাস ধরে গুলশান এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বাসায় মজুদ করে আসছিল। আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশী মদ ও বিয়ার সংগ্রহ করেছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, “অনেক দিন ধরেই এলাকায় মদের গন্ধ ও অস্বাভাবিক মানুষের আনাগোনা লক্ষ্য করছিলাম। ডিএনসির এই অভিযান আমাদের জন্য স্বস্তির।”

উল্লেখ্য, গেন্ডারিয়া এলাকাটি ইতিপূর্বেও বেশ কয়েকবার মাদক ব্যবসা ও সেবনের আখড়া হিসেবে পরিচিত ছিল। তবে সম্প্রতি মাদকবিরোধী তৎপরতার ফলে পরিস্থিতির উন্নতি ঘটছে।

ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

মাদকমুক্ত বাংলাদেশ গঠনে ডিএনসি বদ্ধপরিকর, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন