ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৩৭৯ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি মাদকবিরোধী অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ধৃত ব্যক্তির নাম নুরুল কাইসার ওরফে শাহীন (৩২)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুল আলম ও মায়ের নাম রেহেনা আক্তার।

অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন। মাদকবিরোধী অভিযানের সময় আসামিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের ঠিক বাইরে, দর্শনার্থী বিশ্রামাগারের সামনে রাস্তার ওপর থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি নিয়মিত মামলা দায়ের করেছে। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান।

পরিদর্শক জিল্লুর রহমান জানান, “দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে মাদকমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। কেউ মাদক বহন বা পাচারের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের মুদ্রা উৎপাদন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার

আপলোড সময় : ১০:০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি মাদকবিরোধী অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ধৃত ব্যক্তির নাম নুরুল কাইসার ওরফে শাহীন (৩২)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুল আলম ও মায়ের নাম রেহেনা আক্তার।

অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন। মাদকবিরোধী অভিযানের সময় আসামিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের ঠিক বাইরে, দর্শনার্থী বিশ্রামাগারের সামনে রাস্তার ওপর থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি নিয়মিত মামলা দায়ের করেছে। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান।

পরিদর্শক জিল্লুর রহমান জানান, “দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে মাদকমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। কেউ মাদক বহন বা পাচারের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন