ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাড্ডায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি: ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার, কক্সবাজার থেকে গ্রেফতার ৩

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৩১১ Time View

রাজধানীর বাড্ডায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীর মাধ্যমে সংঘটিত চুরির ঘটনায় চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে কক্সবাজার থেকে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) এবং মো. মাসুম মোল্লা (১৯)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কক্সবাজারের কলাতলী এলাকার ‘সি নাইট রিসোর্টে’ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বাড্ডা কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা পরিচালনা করেন মো. শরীফ হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল দুপুর ২টার দিকে তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী মাসুম কাজীকে ডাচবাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা দিতে পাঠান। কিন্তু মাসুদ টাকা জমা না দিয়ে মোবাইল বন্ধ করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।
এরপর ভুক্তভোগী ব্যবসায়ী বাড্ডা থানায় অভিযোগ করলে ১৪ এপ্রিল থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলার তদন্তে বাড্ডা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে এবং কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। অভিযানে চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের মুদ্রা উৎপাদন

বাড্ডায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি: ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার, কক্সবাজার থেকে গ্রেফতার ৩

আপলোড সময় : ০৮:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

রাজধানীর বাড্ডায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীর মাধ্যমে সংঘটিত চুরির ঘটনায় চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে কক্সবাজার থেকে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) এবং মো. মাসুম মোল্লা (১৯)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কক্সবাজারের কলাতলী এলাকার ‘সি নাইট রিসোর্টে’ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বাড্ডা কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা পরিচালনা করেন মো. শরীফ হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল দুপুর ২টার দিকে তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী মাসুম কাজীকে ডাচবাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা দিতে পাঠান। কিন্তু মাসুদ টাকা জমা না দিয়ে মোবাইল বন্ধ করে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।
এরপর ভুক্তভোগী ব্যবসায়ী বাড্ডা থানায় অভিযোগ করলে ১৪ এপ্রিল থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলার তদন্তে বাড্ডা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে এবং কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। অভিযানে চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন