ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান: এক সপ্তাহে ২৮০ অপরাধী গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৩০৩ Time View

ঢাকা, ২৮ মার্চ ২০২৫ (শুক্রবার): আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে। ২০ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলমান অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৮০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীরা ধরা পড়ে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, দেশি-বিদেশি অস্ত্র, মাদকদ্রব্য, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, সিমকার্ড, স্বর্ণালংকার, ট্রলার, মোটরসাইকেল, ট্রাক, ড্রেজার, ভেকু, এক্সক্যাভেটর, ডাম্পার এবং নগদ অর্থ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে এবং টিকিট কালোবাজারি রোধে সেনাবাহিনী বিশেষ টহল পরিচালনা করছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করেন। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের মুদ্রা উৎপাদন

দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান: এক সপ্তাহে ২৮০ অপরাধী গ্রেফতার

আপলোড সময় : ০১:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

ঢাকা, ২৮ মার্চ ২০২৫ (শুক্রবার): আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে। ২০ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলমান অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৮০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীরা ধরা পড়ে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, দেশি-বিদেশি অস্ত্র, মাদকদ্রব্য, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, সিমকার্ড, স্বর্ণালংকার, ট্রলার, মোটরসাইকেল, ট্রাক, ড্রেজার, ভেকু, এক্সক্যাভেটর, ডাম্পার এবং নগদ অর্থ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে এবং টিকিট কালোবাজারি রোধে সেনাবাহিনী বিশেষ টহল পরিচালনা করছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করেন। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন