ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ারীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, দুইজন গ্রেফতার

  • রনি মজুমদার
  • আপলোড সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৩৩৮ Time View

রাজধানীর ওয়ারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-উত্তরা বিভাগ। অভিযানে জাল নোট তৈরির অত্যাধুনিক সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত আনুমানিক ৩:৩০টার দিকে ওয়ারী থানাধীন আর কে মিশন রোডের ০৮ নম্বর গলির একটি ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ সাইদুর রহমান (৩২) ও মোঃ মেহেদী হাসান (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তবে একজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০০ ও ৫০০ টাকার মোট ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট, ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট, একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরির কাজে ব্যবহৃত বিশেষ ধরনের প্রিন্টার, আটটি অব্যবহৃত কালির কৌঁটা, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও বাজারে সরবরাহের সঙ্গে জড়িত। আসন্ন ঈদকে সামনে রেখে তারা বিপুল পরিমাণ জাল নোট তৈরি করছিল এবং দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহের পরিকল্পনা করেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের মুদ্রা উৎপাদন

ওয়ারীতে জাল নোট তৈরির কারখানায় অভিযান, দুইজন গ্রেফতার

আপলোড সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

রাজধানীর ওয়ারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)-উত্তরা বিভাগ। অভিযানে জাল নোট তৈরির অত্যাধুনিক সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত আনুমানিক ৩:৩০টার দিকে ওয়ারী থানাধীন আর কে মিশন রোডের ০৮ নম্বর গলির একটি ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ সাইদুর রহমান (৩২) ও মোঃ মেহেদী হাসান (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তবে একজন কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০০ ও ৫০০ টাকার মোট ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট, ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট, একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরির কাজে ব্যবহৃত বিশেষ ধরনের প্রিন্টার, আটটি অব্যবহৃত কালির কৌঁটা, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও বাজারে সরবরাহের সঙ্গে জড়িত। আসন্ন ঈদকে সামনে রেখে তারা বিপুল পরিমাণ জাল নোট তৈরি করছিল এবং দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহের পরিকল্পনা করেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন