ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি, গণপরিবহন কম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২২০ Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। ওই সড়কে গণপরিবহন কম চলাচল করতে দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিন বাজার, হেমায়েতপুর, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর ও ধামরাইয়ের সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

আমিনবাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন আমিনুল নামে এক ব্যবসায়ী। তিনি বলেন, আমি আমিন বাজার থেকে চন্দ্রা যাব। কিন্তু আজ সড়কে গাড়ি কম। তাই প্রায় আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছি।

হেমায়েতপুরে বাসস্ট্যান্ডে সানজিদা নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। তিনি বলেন, আমি সাভারে যাব। কিন্তু সড়কে গাড়ি কম আজকে। আবার যেই বাসগুলো আসে সেগুলো ভর্তি যাত্রী থাকে। তাই বাসে উঠতে পারেনি। 

ফরিদপুরের যাত্রী রাহুল বলেন, আমি ফরিদপুর যাব,  তবে গাড়ি পাচ্ছি না। দুপুর ১২টার থেকে অপেক্ষা করছি। কিন্তু দেড়টা পর্যন্ত কোনো বাস পাইনি।  মানিকগঞ্জের গাড়ি পেলেও ভাড়া বেশি চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

সাভার-ধামরাই পরিবহনের চালক রেজাউল বলেন, সন্ত্রাসীরা গাড়িতে আগুন দিচ্ছে। তাই বাসের মালিকরা গাড়ি বের করতে দেয়নি। তবে আমি গরিব মানুষ, গাড়ি নিয়ে বের হইছি টাকার জন্য। গাড়ি না চালাইলে টাকা পামু কোথায়?

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ সাভার-আশুলিয়া-ধামরাইয়ের বিভিন্ন সড়কে ২৫টি চেকপোস্ট বসানো হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি, গণপরিবহন কম

আপলোড সময় : ০৪:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। ওই সড়কে গণপরিবহন কম চলাচল করতে দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিন বাজার, হেমায়েতপুর, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর ও ধামরাইয়ের সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

আমিনবাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন আমিনুল নামে এক ব্যবসায়ী। তিনি বলেন, আমি আমিন বাজার থেকে চন্দ্রা যাব। কিন্তু আজ সড়কে গাড়ি কম। তাই প্রায় আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছি।

হেমায়েতপুরে বাসস্ট্যান্ডে সানজিদা নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। তিনি বলেন, আমি সাভারে যাব। কিন্তু সড়কে গাড়ি কম আজকে। আবার যেই বাসগুলো আসে সেগুলো ভর্তি যাত্রী থাকে। তাই বাসে উঠতে পারেনি। 

ফরিদপুরের যাত্রী রাহুল বলেন, আমি ফরিদপুর যাব,  তবে গাড়ি পাচ্ছি না। দুপুর ১২টার থেকে অপেক্ষা করছি। কিন্তু দেড়টা পর্যন্ত কোনো বাস পাইনি।  মানিকগঞ্জের গাড়ি পেলেও ভাড়া বেশি চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

সাভার-ধামরাই পরিবহনের চালক রেজাউল বলেন, সন্ত্রাসীরা গাড়িতে আগুন দিচ্ছে। তাই বাসের মালিকরা গাড়ি বের করতে দেয়নি। তবে আমি গরিব মানুষ, গাড়ি নিয়ে বের হইছি টাকার জন্য। গাড়ি না চালাইলে টাকা পামু কোথায়?

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ সাভার-আশুলিয়া-ধামরাইয়ের বিভিন্ন সড়কে ২৫টি চেকপোস্ট বসানো হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন