ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামিক গেমসে টিটির ফাইনালে বাংলাদেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২১৬ Time View

সৌদি আরবের ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিস মিশ্র দ্বৈত বিভাগে বাংলাদেশ ফাইনালে উঠেছে। আজ (বৃহস্পতিবার) সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ৩-১ সেটে জয় পায় বাংলাদেশ। এই দিনেই বাংলাদেশ সময় রাতে তুরস্কের বিপক্ষে ফাইনাল। 

মিশ্র দ্বৈতে বাংলাদেশের হয়ে খেলছেন খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ। প্রথম গেমে ১৩-১১ পয়েন্টে বাংলাদেশ জিতে। দ্বিতীয় গেমে বাহরাইন ৭-১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে জিতে বাংলাদেশ আবার লিড নেয়। তৃতীয় সেটে বাহরাইন লড়াই করলেও চতুর্থ গেমে পারেনি। চতুর্থ সেটে জাভেদ-খৈ খৈর কাছে ১১-৩ পয়েন্টে হারে।

বাংলাদেশ টেবিল টেনিসে ইসলামিক গেমসে এবারই প্রথম পদক পেয়েছে। দক্ষিণ এশিয়ার বাইরেও টিটির এটি প্রথম পদক। গতকাল সেমিফাইনালে উঠায় ব্রোঞ্জ নিশ্চিত হয়েছিল। আজ ফাইনালে উঠায় আরেক ধাপ ওপরে রৌপ্য নিশ্চিত করেছে।

এবার ইসলামিক গেমসে বাংলাদেশের ভারোত্তোলনে পদক পেয়েছে। ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা তিনটি ব্রোঞ্জ পদক পান। এবার স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোটের ওপর তিনটি পদক দেওয়া হয়েছে। ইসলামিক গেমসে এবার বাংলাদেশের পদক চারটি।v

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইসলামিক গেমসে টিটির ফাইনালে বাংলাদেশ

আপলোড সময় : ০৩:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

সৌদি আরবের ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিস মিশ্র দ্বৈত বিভাগে বাংলাদেশ ফাইনালে উঠেছে। আজ (বৃহস্পতিবার) সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ৩-১ সেটে জয় পায় বাংলাদেশ। এই দিনেই বাংলাদেশ সময় রাতে তুরস্কের বিপক্ষে ফাইনাল। 

মিশ্র দ্বৈতে বাংলাদেশের হয়ে খেলছেন খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ। প্রথম গেমে ১৩-১১ পয়েন্টে বাংলাদেশ জিতে। দ্বিতীয় গেমে বাহরাইন ৭-১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে জিতে বাংলাদেশ আবার লিড নেয়। তৃতীয় সেটে বাহরাইন লড়াই করলেও চতুর্থ গেমে পারেনি। চতুর্থ সেটে জাভেদ-খৈ খৈর কাছে ১১-৩ পয়েন্টে হারে।

বাংলাদেশ টেবিল টেনিসে ইসলামিক গেমসে এবারই প্রথম পদক পেয়েছে। দক্ষিণ এশিয়ার বাইরেও টিটির এটি প্রথম পদক। গতকাল সেমিফাইনালে উঠায় ব্রোঞ্জ নিশ্চিত হয়েছিল। আজ ফাইনালে উঠায় আরেক ধাপ ওপরে রৌপ্য নিশ্চিত করেছে।

এবার ইসলামিক গেমসে বাংলাদেশের ভারোত্তোলনে পদক পেয়েছে। ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা তিনটি ব্রোঞ্জ পদক পান। এবার স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোটের ওপর তিনটি পদক দেওয়া হয়েছে। ইসলামিক গেমসে এবার বাংলাদেশের পদক চারটি।v

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন