দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট আজ তিনটি পৃথক অভিযোগের প্রেক্ষিতে সারাদেশে অভিযান পরিচালনা করেছে।
👉 অভিযান–০১:
চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ (আগ্রাবাদ ও হালিশহর) কার্যালয়ে প্রকিউরমেন্ট আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের অভিযোগে অভিযান চালানো হয়। টিম দরপত্র সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করে।
👉 অভিযান–০২:
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (BCCT) কর্তৃক বরাদ্দকৃত অর্থ আত্মসাত ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে মহাখালীতে অভিযান পরিচালিত হয়। ৮৯টি প্রকল্পে বরাদ্দ ২,১১০ কোটি টাকার মধ্যে ৫৪ শতাংশ প্রকল্পে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রাথমিকভাবে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিভিন্ন অনিয়ম শনাক্ত হয়েছে।
👉 অভিযান–০৩:
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযান চালানো হয়। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে তথ্য সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া আদায়, খাবারের মানহীনতা এবং ঔষধ সরবরাহে গাফিলতির প্রমাণ পায়।
দুদক এনফোর্সমেন্ট টিম অভিযানে প্রাপ্ত তথ্য ও রেকর্ডপত্রের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।
অনলাইন ডেক্স 























