আজ ০৯ নভেম্বর ২০২৫, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে ‘দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সম্ভাব্য লৌহ আকরিক হতে লৌহ আহরণ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা হাকিমপুর অঞ্চলে লৌহ আকরিকের সম্ভাবনা, উত্তোলন প্রক্রিয়া, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করেন।
সেমিনারে বক্তারা বলেন, হাকিমপুরের সম্ভাব্য লৌহ আকরিক জাতীয় শিল্পখাতের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে এবং এর টেকসই উত্তোলন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
অনলাইন ডেক্স 























