গাজীপুরের কড্ডা নাওজোড় এলাকায় টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে চালক আহত হন। বুধবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারীরা আহত চালক মোঃ হাসান আহমেদ (২৮)-কে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো-উ ১৪-৩৭৩৫ নম্বর কাভার্ড ভ্যানটি পরবর্তীতে কোনাবাড়ি থানার এএসআই রেজাউলের নিকট হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, উদ্ধার অভিযান রাত ৯টা ৫৭ মিনিটে সমাপ্ত হয় এবং দলটি রাত ১০টা ৩০ মিনিটে স্টেশনে ফিরে আসে।
দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চালকের নিয়ন্ত্রণ হারানোকে উল্লেখ করা
হয়েছে।
অনলাইন ডেক্স 
























