বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭৩৫ গ্রাম ওজনের মোট ৬টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত স্বর্ণ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের কঠোর অভিযান অব্যাহত
থাকবে।
অনলাইন ডেক্স 
























