“দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতার স্বাধীনতা পেয়েছি। এখন আবার তত্ত্বাবধায়ক সরকারের আবহ দেখা যাচ্ছে। তবে ভয় নেই, সব ব্যাকিং দেওয়া হবে।”
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
⚖️ ইউএনওদের হুঁশিয়ারি ও নির্দেশনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে “সবচেয়ে কনসিকোয়েন্সিয়াল নির্বাচন” বলে উল্লেখ করেন কমিশনার আনোয়ারুল।
তিনি ইউএনওদের উদ্দেশে বলেন,
“কারও পক্ষে কাজ করা যাবে না। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন,
“এ সরকারের অধীনে নির্বাচন সততা ও নিষ্ঠা প্রদর্শনের সুযোগ হিসেবে দেখুন। ভয় পাওয়া যাবে না। নির্বাচনের শিডিউল ঘোষণার পর দেখবেন, আশপাশে কেউ নেই — তখনই আপনাদের পরীক্ষার সময়।”
🗣️ সিইসি’র বার্তা: অন্যায় চাপে নতি স্বীকার নয়
একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন,
“৫ আগস্টের পর অমুক-তমুকের কথায় অনেক কিছু হয়েছে। এখন সে ভয় নেই। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবে না।”
তিনি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন,
“আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করুন। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য।”
অনলাইন ডেক্স 





















