ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ: সানাউল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২২১ Time View

 

রনি মজুমদার

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে প্রবাসীরা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যাপটিতে থাকবে ব্যালট, যেখানে ভোট দিতে চান কিনা তা “হ্যাঁ” অথবা “না” নির্বাচন করার ব্যবস্থা থাকবে।

এ কথা তিনি বলেন বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে।

ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব

কমিশনার সানাউল্লাহ আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ম্যাজিস্ট্রেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বলেন,

“এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্তমূলক। নির্বাচন কমিশন তা দেখাতে চায়। এজন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”

একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। তিনি বলেন,

“নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দূরাবস্থা। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইন মেনে কাজ করতে হবে।”

সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুতি

সিইসি আরও বলেন, ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না, আগে থেকে ব্যবস্থা নিতে হবে। যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনে ভালো দায়িত্ব পালন করলে পুরস্কারের ব্যবস্থা থাকবে। তিনি বলেন,

“নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ৫ আগস্টের পর এখন ভয় কেটে গেছে। যদি ইউএনওরা উদ্দেশ্যমূলক কাজ করেন, সমস্যায় পড়বেন।”

তিনি ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বলেন,

“জনগণের চাকর ভাবুন এবং নিরপেক্ষভাবে কাজ করুন। হিম্মতের সাথে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত যেতে হবে। ব্যালেন্স করতে গিয়ে ভুল হতে পারে কিন্তু পক্ষপাতিত্ব করা যাবে না।”

ইসির সতর্কবার্তা

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন,

“নির্বাচনের ব্যাপারে মানুষের অসন্তোষ রয়েছে। রাতের ভোট কে করেছে? নির্বাচন কমিশন কি গিয়ে ব্যালট মেরেছে? এই নির্বাচন যদি ভালো না করতে পারে ইসি, তাহলে সারা বিশ্বে নিন্দিত জাতি হিসেবে বিবেচিত হবে।”

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন,

“অতিসাহসী কিংবা অতি উৎসাহী না হয়ে এবারের প্রশিক্ষণ গ্রহণ করুন। আগের ভোটের ভুল পুনরাবৃত্তি যেন না ঘটে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের মুদ্রা উৎপাদন

১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ: সানাউল্লাহ

আপলোড সময় : ০৭:১১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

 

রনি মজুমদার

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে প্রবাসীরা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যাপটিতে থাকবে ব্যালট, যেখানে ভোট দিতে চান কিনা তা “হ্যাঁ” অথবা “না” নির্বাচন করার ব্যবস্থা থাকবে।

এ কথা তিনি বলেন বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে।

ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব

কমিশনার সানাউল্লাহ আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ম্যাজিস্ট্রেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বলেন,

“এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্তমূলক। নির্বাচন কমিশন তা দেখাতে চায়। এজন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”

একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। তিনি বলেন,

“নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দূরাবস্থা। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইন মেনে কাজ করতে হবে।”

সুষ্ঠু ভোটের জন্য প্রস্তুতি

সিইসি আরও বলেন, ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না, আগে থেকে ব্যবস্থা নিতে হবে। যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনে ভালো দায়িত্ব পালন করলে পুরস্কারের ব্যবস্থা থাকবে। তিনি বলেন,

“নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ৫ আগস্টের পর এখন ভয় কেটে গেছে। যদি ইউএনওরা উদ্দেশ্যমূলক কাজ করেন, সমস্যায় পড়বেন।”

তিনি ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বলেন,

“জনগণের চাকর ভাবুন এবং নিরপেক্ষভাবে কাজ করুন। হিম্মতের সাথে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত যেতে হবে। ব্যালেন্স করতে গিয়ে ভুল হতে পারে কিন্তু পক্ষপাতিত্ব করা যাবে না।”

ইসির সতর্কবার্তা

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন,

“নির্বাচনের ব্যাপারে মানুষের অসন্তোষ রয়েছে। রাতের ভোট কে করেছে? নির্বাচন কমিশন কি গিয়ে ব্যালট মেরেছে? এই নির্বাচন যদি ভালো না করতে পারে ইসি, তাহলে সারা বিশ্বে নিন্দিত জাতি হিসেবে বিবেচিত হবে।”

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন,

“অতিসাহসী কিংবা অতি উৎসাহী না হয়ে এবারের প্রশিক্ষণ গ্রহণ করুন। আগের ভোটের ভুল পুনরাবৃত্তি যেন না ঘটে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন