হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্গো ভিলেজ চালু নিয়ে জটিলতা দেখা দিয়েছে। প্রকল্পের নির্মাণকাজ বাবদ হাজার কোটি টাকার বকেয়া দাবি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, তবে ওই অঙ্কে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আপত্তি জানিয়েছে। টাকার অঙ্কের এ গরমিলের কারণেই নতুন কার্গো ভিলেজটি এখনো চালু করা যাচ্ছে না।
বিমানবন্দরের পুরনো কার্গো ভিলেজে আগুন লাগার পর বেবিচক নতুন কার্গো ভিলেজ ব্যবহারের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি পাঠায়। জবাবে ঠিকাদার সংস্থা দাবি করে, তাদের এক হাজার কোটি টাকা বকেয়া রয়েছে, যা পরিশোধ না করা পর্যন্ত তারা ভিলেজটি হস্তান্তর করতে পারবে না।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বেবিচক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। শাহজালাল বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, “তৃতীয় টার্মিনালের অংশ হিসেবে নির্মিত অত্যাধুনিক ইমপোর্ট কার্গো ভবনটি এখনো চালু হয়নি অর্থনৈতিক জটিলতার কারণে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে হাজার কোটি টাকারও বেশি আর্থিক গ্যাপ রয়েছে। বিষয়টি সমাধানে দুই পক্ষের মধ্যে সমন্বয় চলছে।”
তিনি আরও জানান, এ বিষয়টি নিয়ে একটি যৌথ বোর্ড গঠন করা হয়েছে। সরকারি হিসাব ও ঠিকাদারি দাবির অঙ্কের পার্থক্য মিটলেই নতুন কার্গো ভিলেজ হস্তান্তর ও উদ্বোধন করা হবে।
অনলাইন ডেক্স 




















