ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিলাসবহুল বিমান ক্রয়ে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৪৩ Time View

সরকারি অর্থে বিলাসবহুল বিমান কেনার ঘটনায় তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, এবং ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি দু’টি বিলাসবহুল গালফস্ট্রিম G700 জেট বিমান কেনার অনুমতি দেন ক্রিস্টি নোয়েম। এর মোট মূল্য প্রায় ১৭ কোটি ২০ লাখ ডলার, যা পুরোপুরি সরকারি অর্থে পরিশোধ করা হয়েছে।

খবরটি প্রকাশের পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। মার্কিন সিনেটের সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান চাক শুমার এই ঘটনাকে সরকারি অর্থের ‘যথেচ্ছ অপব্যবহার’ হিসেবে উল্লেখ করে গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস (GAO)-এর মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

ভিডিওবার্তায় শুমার বলেন, “যে সময় সাধারণ মার্কিন নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে ভুগছেন, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ব্যবহারের জন্য বিলাসবহুল জেট কেনাকে জরুরি মনে করছেন—এটি অত্যন্ত দুঃখজনক।”

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে এই বিমান কেনা হয়েছে। তবে শুমার ও ডেমোক্র্যাট নেতারা এ ব্যাখ্যা মেনে নিচ্ছেন না।

এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপকমিটি এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের মুদ্রা উৎপাদন

বিলাসবহুল বিমান ক্রয়ে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৬:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

সরকারি অর্থে বিলাসবহুল বিমান কেনার ঘটনায় তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, এবং ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিজের এবং মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি দু’টি বিলাসবহুল গালফস্ট্রিম G700 জেট বিমান কেনার অনুমতি দেন ক্রিস্টি নোয়েম। এর মোট মূল্য প্রায় ১৭ কোটি ২০ লাখ ডলার, যা পুরোপুরি সরকারি অর্থে পরিশোধ করা হয়েছে।

খবরটি প্রকাশের পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। মার্কিন সিনেটের সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান চাক শুমার এই ঘটনাকে সরকারি অর্থের ‘যথেচ্ছ অপব্যবহার’ হিসেবে উল্লেখ করে গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস (GAO)-এর মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

ভিডিওবার্তায় শুমার বলেন, “যে সময় সাধারণ মার্কিন নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে ভুগছেন, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ব্যবহারের জন্য বিলাসবহুল জেট কেনাকে জরুরি মনে করছেন—এটি অত্যন্ত দুঃখজনক।”

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে এই বিমান কেনা হয়েছে। তবে শুমার ও ডেমোক্র্যাট নেতারা এ ব্যাখ্যা মেনে নিচ্ছেন না।

এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপকমিটি এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন