অনলাইন ডেক্স. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের খুনের ঘটনায় প্রেমের জটিলতার তথ্য উঠে এসেছে। অভিযুক্ত ছাত্রী বর্জিস শাবনাম বর্ষা জানিয়েছে, তার সাবেক প্রেমিক মাহির রহমানের কারণে জোবায়েদকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, বর্ষা ও মাহিরের ৯ বছরের সম্পর্ক ছিল, যা সম্প্রতি ভেঙে যায়। বর্ষা মাহিরকে জানিয়ে ছিল যে তিনি জোবায়েদকে পছন্দ করেন। অবসাদ ও ক্ষোভে মাহির এবং তার সহযোগীরা জোবায়েদকে খুন করেন।
জোবায়েদ বর্ষাকে গত এক বছর ধরে পড়াতেন, তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। খুনের ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেছে। ঘটনার পর জবি শিক্ষার্থীরা প্রতিবাদে নেমে আসে।
বর্ষাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আর মাহিরকে ধরার চেষ্টা চলছে। জোবায়েদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনার ১৪ ঘণ্টা পরে এখনও মামলা হয়নি।
অনলাইন ডেক্স 
























