বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আজ (১৪ অক্টোবর ২০২৫)। দেশের দুটি গুরুত্বপূর্ণ সেনানিবাসে একযোগে এই চৌকষ ও বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়।
রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-তে অনুষ্ঠিত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। অন্যদিকে চট্টগ্রামের হালিশহরস্থ আর্টিলারি সেন্টার এন্ড স্কুল (এসিএন্ডএস)-এর কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথিগণ মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এসময় নবীন সৈনিকদের উদ্দেশে তারা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অগ্রভাগে থেকে সর্বদা দায়িত্ব পালন করে আসছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”
তারা নবীন সৈনিকদের প্রতি দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মাতৃভূমির সেবায় নিজেদের নিবেদিত করার আহ্বান জানান।
এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মধ্য দিয়ে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নবীন সৈনিক
অনলাইন ডেক্স 






















