রাজধানীর মিরপুর ১০ নাম্বারের ফুটপাথগুলো এখন পরিণত হয়েছে অবৈধ দোকানিদের বাণিজ্যকেন্দ্রে। সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতজুড়ে কাপড়, জুতো ও নানা পণ্যের পসরা বসানো থাকে। ফলে পথচারীদের হাঁটার জায়গা নেই বললেই চলে।
প্রশাসন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও তা স্থায়ী হয় না। স্থানীয়দের অভিযোগ, সকালে অভিযান চালিয়ে ফুটপাত খালি করা হলেও সন্ধ্যা নামতেই দোকানগুলো আবার আগের জায়গায় ফিরে আসে।
পথচারীরা বলছেন, রাস্তায় নেমে চলাচল করতে হচ্ছে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মিরপুরের এক অফিসযাত্রী বলেন, “প্রতিদিন অফিসে যাওয়া-আসার সময় ভয় লাগে, ফুটপাথ পুরোপুরি দখলে।”
অন্যদিকে ফুটপাত ব্যবসায়ীরা দাবি করেন, বিকল্প ব্যবস্থা না থাকায় জীবিকার তাগিদে তারা দোকান বসাতে বাধ্য হচ্ছেন।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটপাত দখল ঘিরে চলছে রমরমা চাঁদাবাজি। নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে দোকান বসাতে দেওয়া হয় না। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মহল এই চাঁদাবাজির সঙ্গে যুক্ত।
প্রশাসনের এক কর্মকর্তা জানান, “নিয়মিত অভিযান চলছে, তবে দখলদাররা বারবার ফিরে আসে। স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
🚶 জনদুর্ভোগ চরমে
প্রতিদিন হাজারো মানুষ মিরপুর ১০ নাম্বার দিয়ে চলাচল করেন। ফুটপাত দখল ও যানজটের কারণে তাদের দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী। নগরবাসী দাবি করছেন, ফুটপাথ যেন দ্রুত পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়।
মিরপুর ১০ নাম্বারের ফুটপাথজুড়ে অবৈধ দোকান — হাঁটার জায়গা নেই, ভোগান্তিতে পথচারীরা।
মিরপুর ১০ ফুটপাত, ঢাকা ফুটপাত দখল, মিরপুর চাঁদাবাজি, মিরপুর সংবাদ, ফুটপাত ব্যবসা, পথচারীদের দুর্ভোগ, ঢাকা মহানগর, ফুটপাত অভিযান, মিরপুর বাজার, ফুটপাত উচ্ছেদ অভিযান
মিরপুর ১০ নাম্বারের ফুটপাথজুড়ে চলছে অবৈধ দোকান ও চাঁদাবাজির দৌরাত্ম্য। প্রশাসনের অভিযান সাময়িক হলেও ফুটপাত ফিরে যায় আগের অবস্থায়। হাঁটার জায়গা না থাকায় পথচারীরা পড়েছেন চরম দুর্ভোগে।
অনলাইন ডেক্স 























