ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জ্বরে ভুগছেন তাওহিদ হৃদয়, দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে শঙ্কা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২২৪ Time View

আফগানিস্তানের বিপক্ষে আজই সিরিজ নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের সামনে। তবে শারজাহতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের অসুস্থতা। জ্বরের কারণে প্রথম ম্যাচের বাইরে থাকা এই নির্ভরযোগ্য ব্যাটারকে দ্বিতীয় ম্যাচেও পাওয়া যাবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, হৃদয়ের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। অ্যান্টিবায়োটিক গ্রহণের পাশাপাশি তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, জ্বরের পর শারীরিক দুর্বলতা থেকে যেতে পারে, যা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য উপযুক্ত নাও হতে পারে।

তার খেলা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগ মুহূর্তে, মাঠে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর। প্রথম ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ১০৯ রানের উড়ন্ত সূচনা এনে দিলেও মিডল অর্ডারের আকস্মিক ধস দলকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিল। এমন পরিস্থিতিতে হৃদয়ের মতো একজন স্থিতিশীল ব্যাটারের অনুপস্থিতি আজ দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন’ আদেশ: দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জ্বরে ভুগছেন তাওহিদ হৃদয়, দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে শঙ্কা

আপলোড সময় : ০৭:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে আজই সিরিজ নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের সামনে। তবে শারজাহতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের অসুস্থতা। জ্বরের কারণে প্রথম ম্যাচের বাইরে থাকা এই নির্ভরযোগ্য ব্যাটারকে দ্বিতীয় ম্যাচেও পাওয়া যাবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, হৃদয়ের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। অ্যান্টিবায়োটিক গ্রহণের পাশাপাশি তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, জ্বরের পর শারীরিক দুর্বলতা থেকে যেতে পারে, যা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য উপযুক্ত নাও হতে পারে।

তার খেলা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগ মুহূর্তে, মাঠে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর। প্রথম ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ১০৯ রানের উড়ন্ত সূচনা এনে দিলেও মিডল অর্ডারের আকস্মিক ধস দলকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিল। এমন পরিস্থিতিতে হৃদয়ের মতো একজন স্থিতিশীল ব্যাটারের অনুপস্থিতি আজ দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন