*প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫ | স্থান: ঢাকা*
*বিস্তারিত:*
বাংলাদেশ সরকার ব্যাটারিচালিত ই-রিকশা ও অনুরূপ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে ২৮ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ গেজেটে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
সংশোধিত আইনে উল্লেখ করা হয়েছে, সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদন ছাড়া কেউ *ই-রিকশা চালাতে, ভাড়া দিতে বা চার্জ নিতে পারবে না*। এমনকি কোনো ব্যক্তি তার মালিকানাধীন ব্যাটারিচালিত যানবাহন অন্য কাউকে চালাতে দিলেও, তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
আইনে আরও বলা হয়েছে, *“প্রধানতঃ সাধারণ মানবদেহ পরিবহনকারী”* যানবাহনগুলোর গতি, সংখ্যা এবং চলাচলের ক্ষেত্র সীমিত রাখতে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও গেজেটে স্পষ্ট করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শহরের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। তবে এতে ক্ষুদ্র পরিবহন শ্রমিকদের জীবিকায় যেন নেতিবাচক প্রভাব না পড়ে, সে দিকেও নজর রাখতে হবে।
অনলাইন ডেক্স 





















