রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. রাকিব শেখ (২৯)। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড্ডা থানার বেরাইদ চান্দারটেক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় রাকিবের হেফাজত থেকে ৭৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাকিব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেক্স 
























