ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাতিরঝিলে কেয়ারটেকারের চুরির ঘটনায় ৭৪ লক্ষ টাকা উদ্ধার: গ্রেফতার ১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ২৯৬ Time View

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় এক প্রবীণ বাসিন্দার বাসা থেকে কেয়ারটেকারের মাধ্যমে সংঘটিত চুরির ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ ৭৪ লক্ষ টাকা উদ্ধার করেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত কেয়ারটেকার মো. উজ্জ্বল (৩০) গাজীপুর থেকে গ্রেফতার হয়েছেন।

গত ১০ মে ২০২৫ তারিখে ভুক্তভোগী এ.এস.এম আলাউদ্দিন ভূইয়া (৭৪) থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার বাসার আলমারিতে রাখা ১ কোটি ৫০ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও কিছু বিদেশি মুদ্রা চুরি করে নিয়ে যায় তার কেয়ারটেকার মো. উজ্জ্বল। এজাহার দায়েরের পর হাতিরঝিল থানায় মামলা নং-১৯, ধারা ৩৮১/৩৪ (পেনাল কোড-১৮৬০) অনুযায়ী একটি চুরি মামলা রুজু করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত উজ্জ্বল গাজীপুর সদর থানার মৌবাগ এলাকার একটি ভাড়া বাসায় আত্মগোপন করেছে। পরে ১৩ মে রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঐ ঠিকানায় অভিযান চালিয়ে স্থানীয় বাসার মালিকসহ অন্যান্যদের উপস্থিতিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর উজ্জ্বলের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে একটি আলমারির ভেতর থেকে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি করা টাকার একটি অংশ দিয়ে একটি নতুন আলমারি ও একটি ফ্রিজ কিনেছে, যা পুলিশ ঘটনাস্থল থেকেই জব্দ করে।

এরপর আরও গভীর জিজ্ঞাসাবাদে উজ্জ্বল জানায়, চুরি করা ১৪ লক্ষ টাকা সে গোপনে গাজীপুর মেট্রোপলিটন এলাকার শিমুলতলী বাজার সংলগ্ন তার ভগ্নিপতি হাসান-এর বাসায় লুকিয়ে রেখেছে। ওই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে আসামির দেখানো মতে হাসান-এর শয়নকক্ষের খাটের নিচ থেকে নগদ ১৪ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে, সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং চুরির ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। পুলিশ জানায়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া বাকি অর্থ ও সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দ্রুত সময়ে উল্লেখযোগ্য পরিমাণ চুরি হওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বর্তমান সরকার অপরাধ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ, এবং আমরা জনগণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ ধরনের ঘটনা দমনে সকলের সহযোগিতা কাম্য।”

এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হাতিরঝিলে কেয়ারটেকারের চুরির ঘটনায় ৭৪ লক্ষ টাকা উদ্ধার: গ্রেফতার ১

আপলোড সময় : ১২:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় এক প্রবীণ বাসিন্দার বাসা থেকে কেয়ারটেকারের মাধ্যমে সংঘটিত চুরির ঘটনায় হাতিরঝিল থানা পুলিশ ৭৪ লক্ষ টাকা উদ্ধার করেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত কেয়ারটেকার মো. উজ্জ্বল (৩০) গাজীপুর থেকে গ্রেফতার হয়েছেন।

গত ১০ মে ২০২৫ তারিখে ভুক্তভোগী এ.এস.এম আলাউদ্দিন ভূইয়া (৭৪) থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার বাসার আলমারিতে রাখা ১ কোটি ৫০ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও কিছু বিদেশি মুদ্রা চুরি করে নিয়ে যায় তার কেয়ারটেকার মো. উজ্জ্বল। এজাহার দায়েরের পর হাতিরঝিল থানায় মামলা নং-১৯, ধারা ৩৮১/৩৪ (পেনাল কোড-১৮৬০) অনুযায়ী একটি চুরি মামলা রুজু করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত উজ্জ্বল গাজীপুর সদর থানার মৌবাগ এলাকার একটি ভাড়া বাসায় আত্মগোপন করেছে। পরে ১৩ মে রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঐ ঠিকানায় অভিযান চালিয়ে স্থানীয় বাসার মালিকসহ অন্যান্যদের উপস্থিতিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর উজ্জ্বলের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে একটি আলমারির ভেতর থেকে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি করা টাকার একটি অংশ দিয়ে একটি নতুন আলমারি ও একটি ফ্রিজ কিনেছে, যা পুলিশ ঘটনাস্থল থেকেই জব্দ করে।

এরপর আরও গভীর জিজ্ঞাসাবাদে উজ্জ্বল জানায়, চুরি করা ১৪ লক্ষ টাকা সে গোপনে গাজীপুর মেট্রোপলিটন এলাকার শিমুলতলী বাজার সংলগ্ন তার ভগ্নিপতি হাসান-এর বাসায় লুকিয়ে রেখেছে। ওই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে আসামির দেখানো মতে হাসান-এর শয়নকক্ষের খাটের নিচ থেকে নগদ ১৪ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে, সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং চুরির ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। পুলিশ জানায়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া বাকি অর্থ ও সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দ্রুত সময়ে উল্লেখযোগ্য পরিমাণ চুরি হওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বর্তমান সরকার অপরাধ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ, এবং আমরা জনগণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ ধরনের ঘটনা দমনে সকলের সহযোগিতা কাম্য।”

এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন