ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আন্তঃজেলা বাসে ইয়াবার চালান, ১৫,৬০০ পিসসহ দুই মাদক কারবারি ধরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৩৩০ Time View

রাজধানীর মালিবাগে শ্যামলী পরিবহণের একটি আন্তঃজেলা যাত্রীবাহী বাস থেকে ১৫,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হাতিরঝিল থানাধীন পূর্ব রামপুরা মোল্লা টাওয়ারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ও পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গঠিত চৌকস একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ঢাকা মেট্রো-ব-১৪-৩৯৬৮ নম্বরের শ্যামলী পরিবহণের ‘বিজনেস ক্ল্যাসিক’ নামের বাসটি তল্লাশি করে একটি শপিং ব্যাগে স্কসটেপ মোড়ানো অবস্থায় মোট ৭৮টি সাদা পলিপ্যাকেটে ১৫,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি পলিপ্যাকে ছিল ২০০ পিস ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ১,৫৬০ গ্রাম। এছাড়াও ঘটনাস্থল থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনার সাথিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের শাহিন (৩১) এবং মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামের সঞ্জিত রাজবংশী (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় একটি মামলা দায়ের করেছেন। ডিএনসি জানায়, পরিবহণ শ্রমিকদের একটি চক্র দীর্ঘদিন ধরে আন্তঃজেলা বাস ব্যবহারের মাধ্যমে মাদক সরবরাহে জড়িত, যা রোধে অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আন্তঃজেলা বাসে ইয়াবার চালান, ১৫,৬০০ পিসসহ দুই মাদক কারবারি ধরা

আপলোড সময় : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

রাজধানীর মালিবাগে শ্যামলী পরিবহণের একটি আন্তঃজেলা যাত্রীবাহী বাস থেকে ১৫,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হাতিরঝিল থানাধীন পূর্ব রামপুরা মোল্লা টাওয়ারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ও পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গঠিত চৌকস একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ঢাকা মেট্রো-ব-১৪-৩৯৬৮ নম্বরের শ্যামলী পরিবহণের ‘বিজনেস ক্ল্যাসিক’ নামের বাসটি তল্লাশি করে একটি শপিং ব্যাগে স্কসটেপ মোড়ানো অবস্থায় মোট ৭৮টি সাদা পলিপ্যাকেটে ১৫,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি পলিপ্যাকে ছিল ২০০ পিস ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ১,৫৬০ গ্রাম। এছাড়াও ঘটনাস্থল থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনার সাথিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের শাহিন (৩১) এবং মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামের সঞ্জিত রাজবংশী (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় একটি মামলা দায়ের করেছেন। ডিএনসি জানায়, পরিবহণ শ্রমিকদের একটি চক্র দীর্ঘদিন ধরে আন্তঃজেলা বাস ব্যবহারের মাধ্যমে মাদক সরবরাহে জড়িত, যা রোধে অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন