ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫ (রবিবার):
ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ নামক একটি ছয় তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে এবং সার্বিক তত্ত্বাবধানে নির্মিতব্য এই ভবনটি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সংহতি রক্ষায় এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ নভেম্বর বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধধর্মীয় মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন সেনাবাহিনী প্রধান। সে সময় উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি ভবন নির্মাণে সহায়তার আবেদন জানান। সেনাবাহিনী প্রধান তাদের অনুরোধে সাড়া দিয়ে এই ভবন নির্মাণের আশ্বাস দেন, যার বাস্তবায়ন আজ পূর্ণতা পেল।
‘সম্প্রীতি ভবন’ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং দেশের সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
অনলাইন ডেক্স 





















