ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ কর্মকর্তা ও ইউনিটগুলোকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার নিজেই।
শ্রেষ্ঠ বিভাগ ও থানা
শ্রেষ্ঠ অপরাধ বিভাগ: রমনা বিভাগ
শ্রেষ্ঠ থানা: পল্লবী থানা
শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা
শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি): উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসাইন
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত): মোহাম্মদপুর থানার মো. হাফিজুর রহমান
শ্রেষ্ঠ এসআই: যৌথভাবে পল্লবী থানার মওদুদ আহমেদ ও রামপুরা থানার হারুন অর রশিদ
শ্রেষ্ঠ এএসআই: যৌথভাবে যাত্রাবাড়ী থানার মো. আখতারুজ্জামান মন্ডল পলাশ ও মোহাম্মদপুর থানার মো. নুরে আলম
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: উত্তরা-পশ্চিম থানার এসআই মো. সাব্বির হোসেন
অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ: পল্লবী থানার এসআই মওদুদ আহমেদ
মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ: তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. রুহুল আমীন
চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ:
কামরাঙ্গীরচর থানার এসআই মো. আব্দুর রহিম
যাত্রাবাড়ী থানার এসআই মো. জহিরুল ইসলাম
ডেমরা থানার এসআই মইন উদ্দিন
গুলশান থানার এসআই মো. রোমেন মিয়া
উত্তরা-পশ্চিম থানার এসআই মো. সাইফুল ইসলাম
গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠত্ব
শ্রেষ্ঠ গোয়েন্দা বিভাগ: গোয়েন্দা-মিরপুর বিভাগ
শ্রেষ্ঠ টিম লিডার: মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলী (অস্ত্র উদ্ধারেও শ্রেষ্ঠ)
বিস্ফোরকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার: এনায়েত কবীর সোয়েব (গোয়েন্দা-লালবাগ)
মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার: গোয়েন্দা-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল-মামুন
চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার: এনায়েত কবীর সোয়েব (গোয়েন্দা-লালবাগ) ও মো. নুরুল হুদা আশরাফী (গোয়েন্দা-ওয়ারী)
ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠত্ব
শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ: ট্রাফিক-গুলশান বিভাগ
শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার: বিমল চন্দ্র বর্মন (দারুসসালাম-ট্রাফিক)
শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর: মোহাম্মদ আতিকুর রহমান (কোতয়ালী-ট্রাফিক)
শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট: মো. বায়েজীদ হোসেন (গুলশান-ট্রাফিক) ও রাসেল আলম (মোহাম্মদপুর-ট্রাফিক)
বিশেষ স্বীকৃতি
ডিএমপির মিডিয়া অ্যান্ড পিআর বিভাগসহ বিভিন্ন বিভাগ ও পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদেরও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন
সভায় যুগ্ম পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন-এর সঞ্চালনায় ডিএমপির বিভিন্ন শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
ডিএমপির এই স্বীকৃতি নগর পুলিশের কর্মস্পৃহা বাড়াবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনলাইন ডেক্স 

























