ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

HELP অ্যাপ: নারীর প্রতি সহিংসতা রিপোর্টিংয়ের নতুন দিগন্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ২৭২ Time View

ঢাকা মহানগরীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (BJC) HELP (Harassment Elimination Literacy Program) অ্যাপের উদ্বোধন করেছে। আজ ১৫ মার্চ ২০২৫, শনিবার রাজধানীর কারওয়ান বাজারে দ্যা ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি, HELP অ্যাপের কার্যক্রমকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “HELP অ্যাপে দাখিলকৃত নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা এখন থেকে ঐ ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে। এটি নারীদের দ্রুত আইনি সহায়তা পাওয়ার পথ সুগম করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম। তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।

HELP অ্যাপ ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর বছিলা থেকে সায়েদাবাদ সড়কে এটি চালু করা হয়েছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হতে সায়েদাবাদ পর্যন্ত চলাচলকারী বাসগুলোতে QR কোড স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সহিংসতার শিকার নারীরা দ্রুত সহায়তা চাইতে পারবেন। পাশাপাশি, এই অঞ্চলে স্বেচ্ছাসেবীরা জরুরি সহায়তা প্রদান করবেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, “নারী ও শিশুদের ওপর সহিংসতা সমাজের জন্য অত্যন্ত পীড়াদায়ক। অনেক ভুক্তভোগী ভয়ে বা সামাজিক কারণে এসব ঘটনা প্রকাশ করতে চান না। এই অ্যাপের মাধ্যমে তারা নিরাপদে ও দ্রুত আইনি সহায়তা পাবেন।”

HELP অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

HELP অ্যাপ: নারীর প্রতি সহিংসতা রিপোর্টিংয়ের নতুন দিগন্ত

আপলোড সময় : ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

ঢাকা মহানগরীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (BJC) HELP (Harassment Elimination Literacy Program) অ্যাপের উদ্বোধন করেছে। আজ ১৫ মার্চ ২০২৫, শনিবার রাজধানীর কারওয়ান বাজারে দ্যা ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি, HELP অ্যাপের কার্যক্রমকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “HELP অ্যাপে দাখিলকৃত নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা এখন থেকে ঐ ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে। এটি নারীদের দ্রুত আইনি সহায়তা পাওয়ার পথ সুগম করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম। তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং অ্যাপটির কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।

HELP অ্যাপ ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর বছিলা থেকে সায়েদাবাদ সড়কে এটি চালু করা হয়েছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হতে সায়েদাবাদ পর্যন্ত চলাচলকারী বাসগুলোতে QR কোড স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সহিংসতার শিকার নারীরা দ্রুত সহায়তা চাইতে পারবেন। পাশাপাশি, এই অঞ্চলে স্বেচ্ছাসেবীরা জরুরি সহায়তা প্রদান করবেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, “নারী ও শিশুদের ওপর সহিংসতা সমাজের জন্য অত্যন্ত পীড়াদায়ক। অনেক ভুক্তভোগী ভয়ে বা সামাজিক কারণে এসব ঘটনা প্রকাশ করতে চান না। এই অ্যাপের মাধ্যমে তারা নিরাপদে ও দ্রুত আইনি সহায়তা পাবেন।”

HELP অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন