ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ ধর্মেন্দ্রর ব্যক্তিগত ভিডিও ফাঁস, হাসপাতালের কর্মী গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২১৭ Time View

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। এ সময় হাসপাতালের বেডে তার অচেতন অবস্থার একটি ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন এক কর্মী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। 

গত এক সপ্তাহ ধরে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন তার পরিবারের সদস্যরা। হাসপাতাল ভর্তি হওয়ার পর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুয়া মৃত্যুসংবাদও। পরে হেমা মালিনী ও তাদের মেয়ে এষা দেওলের পোস্টে সেই গুঞ্জন থামে। এর মধ্যেই ভাইরাল হয় হাসপাতালে শুয়ে থাকা ধর্মেন্দ্রর ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, অসুস্থ বাবার পাশে দাঁড়িয়ে আছেন ববি দেওল, সানি দেওল এবং সানির দুই ছেলে করণ ও রাজবীর। ছিলেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরও। পরিবারের এই একান্ত মুহূর্তটি চুপিচুপি ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেন হাসপাতালের ওই কর্মী। এরপরই আইনি পদক্ষেপ নেয় পুলিশ।

গত বুধবার সকালে হাসপাতাল থেকে বাসায় ফেরেন ধর্মেন্দ্র। তাকে দেখতে হাসপাতাল ও বাড়ির বাইরে সাধারণ মানুষ থেকে ফটোগ্রাফারদের ভিড় জমে। পরিস্থিতি সামলাতে পুলিশকেও মাঠে নামতে হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অধিনায়ক হলেই বেশি রান করেন শান্ত, কারণ কী?

অসুস্থ ধর্মেন্দ্রর ব্যক্তিগত ভিডিও ফাঁস, হাসপাতালের কর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। এ সময় হাসপাতালের বেডে তার অচেতন অবস্থার একটি ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন এক কর্মী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। 

গত এক সপ্তাহ ধরে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন তার পরিবারের সদস্যরা। হাসপাতাল ভর্তি হওয়ার পর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুয়া মৃত্যুসংবাদও। পরে হেমা মালিনী ও তাদের মেয়ে এষা দেওলের পোস্টে সেই গুঞ্জন থামে। এর মধ্যেই ভাইরাল হয় হাসপাতালে শুয়ে থাকা ধর্মেন্দ্রর ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, অসুস্থ বাবার পাশে দাঁড়িয়ে আছেন ববি দেওল, সানি দেওল এবং সানির দুই ছেলে করণ ও রাজবীর। ছিলেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরও। পরিবারের এই একান্ত মুহূর্তটি চুপিচুপি ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেন হাসপাতালের ওই কর্মী। এরপরই আইনি পদক্ষেপ নেয় পুলিশ।

গত বুধবার সকালে হাসপাতাল থেকে বাসায় ফেরেন ধর্মেন্দ্র। তাকে দেখতে হাসপাতাল ও বাড়ির বাইরে সাধারণ মানুষ থেকে ফটোগ্রাফারদের ভিড় জমে। পরিস্থিতি সামলাতে পুলিশকেও মাঠে নামতে হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন