ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভিডিও গানও দেখা যাবে স্পটিফাই-এ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২১২ Time View

এতদিন শুধুমাত্র অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত থাকলেও এবার মিউজিক ভিডিও যুক্ত করে ভিডিও স্ট্রিমিংয়ের জগতে প্রবেশ করছে স্পটিফাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মটির পেইড সাবস্ক্রাইবাররা যুক্তরাষ্ট্র ও কানাডায় এই নতুন সুবিধা পাবেন। গত বুধবার স্পটিফাই কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছে এ তথ্য। 

সুইডেন-ভিত্তিক এই অডিও প্ল্যাটফর্মটির জন্য এটি একটি উল্লেখযোগ্য আপডেট কিংবা সম্প্রসারণ। কারণ এত দিন তাদের ভিডিও পরিষেবা মূলত ভিডিও পডকাস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার তাতে যোপগ হলো নতুন মাত্রা।

স্পটিফাইয়ের সেই মুখপাত্র জানান, প্ল্যাটফর্মটির ৩৯ কোটিরও বেশি ব্যবহারকারী ইতোমধ্যে ভিডিও পডকাস্ট দেখেছেন। তিনি আরও নিশ্চিত করেন যে, অন্যান্য বাজারে তারা প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য মিউজিক ভিডিও চালু করার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আসছে, যা ভবিষ্যতে অন্যান্য স্থানের প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হতে পারে।

এর ফলে ধারণা করা হচ্ছে, বাংলাদেশেও এই সুবিধা পেতে ব্যবহারকারীদের সাবস্ক্রাইবার হতে হবে।

নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা গান শোনার সময় অডিও-মোড এবং ভিডিও-মোডের মধ্যে সহজেই পরিবর্তন করতে পারবেন।

দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মিউজিক ভিডিও দেখার প্রধান মাধ্যম হিসেবে ইউটিউব আধিপত্য বিস্তার করে আছে। স্পটিফাইয়ের এই পদক্ষেপ ইউটিউবের সেই ক্ষেত্রটিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে- এমনটাই মত বিশেষজ্ঞদের। মিউজিক ভিডিও যুক্ত করার মাধ্যমে স্পটিফাই তাদের ব্যবহারকারীদের জন্য আরও একটি বিনোদনের সুযোগ তৈরি করতে চলেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঘৃণা আর শোষণের ঝুঁকির মুখে রোমানিয়ার অভিবাসী শ্রমিকেরা

এবার ভিডিও গানও দেখা যাবে স্পটিফাই-এ

আপলোড সময় : ১২:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

এতদিন শুধুমাত্র অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত থাকলেও এবার মিউজিক ভিডিও যুক্ত করে ভিডিও স্ট্রিমিংয়ের জগতে প্রবেশ করছে স্পটিফাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মটির পেইড সাবস্ক্রাইবাররা যুক্তরাষ্ট্র ও কানাডায় এই নতুন সুবিধা পাবেন। গত বুধবার স্পটিফাই কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছে এ তথ্য। 

সুইডেন-ভিত্তিক এই অডিও প্ল্যাটফর্মটির জন্য এটি একটি উল্লেখযোগ্য আপডেট কিংবা সম্প্রসারণ। কারণ এত দিন তাদের ভিডিও পরিষেবা মূলত ভিডিও পডকাস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার তাতে যোপগ হলো নতুন মাত্রা।

স্পটিফাইয়ের সেই মুখপাত্র জানান, প্ল্যাটফর্মটির ৩৯ কোটিরও বেশি ব্যবহারকারী ইতোমধ্যে ভিডিও পডকাস্ট দেখেছেন। তিনি আরও নিশ্চিত করেন যে, অন্যান্য বাজারে তারা প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য মিউজিক ভিডিও চালু করার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য এই সুবিধা আসছে, যা ভবিষ্যতে অন্যান্য স্থানের প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হতে পারে।

এর ফলে ধারণা করা হচ্ছে, বাংলাদেশেও এই সুবিধা পেতে ব্যবহারকারীদের সাবস্ক্রাইবার হতে হবে।

নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা গান শোনার সময় অডিও-মোড এবং ভিডিও-মোডের মধ্যে সহজেই পরিবর্তন করতে পারবেন।

দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মিউজিক ভিডিও দেখার প্রধান মাধ্যম হিসেবে ইউটিউব আধিপত্য বিস্তার করে আছে। স্পটিফাইয়ের এই পদক্ষেপ ইউটিউবের সেই ক্ষেত্রটিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে- এমনটাই মত বিশেষজ্ঞদের। মিউজিক ভিডিও যুক্ত করার মাধ্যমে স্পটিফাই তাদের ব্যবহারকারীদের জন্য আরও একটি বিনোদনের সুযোগ তৈরি করতে চলেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন