রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত ও মূল্য স্থিতি বজায় রাখতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্যের আমদানিকারকেরা এখন থেকে তিন মাস (৯০ দিন) পর্যন্ত বিল পরিশোধের সুযোগ পাবেন।
বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য ৯০ দিনের বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন থেকে আমদানিকারকরা চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর সরবরাহকারী বা ক্রেতার ঋণ ব্যবস্থার অধীনে সর্বোচ্চ ৯০ দিনের মেয়াদে আমদানি করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সুবিধা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। যা আমদানিকারকদের পরিশোধ ব্যবস্থাপনায় নমনীয়তা প্রদান করবে।
এর আগে ১১ নভেম্বর চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর— এই ১০ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিত নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অনলাইন ডেক্স 





















