ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলি করে হত্যা করা হয়েছে তারিক সাইফ মামুন (৫০)।

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২২১ Time View

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত মামুনকে লক্ষ্য করে পেছন থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তারিক সাইফ মামুনের গ্রামের বাড়ি লক্ষীপুর সদর পৌরসভার সোমসেরাবাদ এলাকায়। তাঁর পিতার নাম এসএম ইকবাল।
প্রাথমিকভাবে জানা গেছে, মামুন ঢাকায় এসেছিলেন আদালতে হাজিরা বা সাক্ষী দিতে।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে গোলাগুলির শব্দ শুনে বাইরে এসে তারা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলি করে হত্যা করা হয়েছে তারিক সাইফ মামুন (৫০)।

আপলোড সময় : ০২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত মামুনকে লক্ষ্য করে পেছন থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তারিক সাইফ মামুনের গ্রামের বাড়ি লক্ষীপুর সদর পৌরসভার সোমসেরাবাদ এলাকায়। তাঁর পিতার নাম এসএম ইকবাল।
প্রাথমিকভাবে জানা গেছে, মামুন ঢাকায় এসেছিলেন আদালতে হাজিরা বা সাক্ষী দিতে।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে গোলাগুলির শব্দ শুনে বাইরে এসে তারা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন