ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫” আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যশোর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. কাজী বরকত আলী, চেয়ারম্যান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ্যাড. আল মামুন রাসেল।
অনুষ্ঠানে যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহিম শামীমসহ যশোর শহর ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 

























