নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে।
জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)–এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল মোঃ মেহেদী ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুউদ্দীন ও এসআই জহিরুল ইসলাম, এসআই হাবিবুর রহমানসহ অন্যান্য ফোর্স অংশ নেন।
গত ০৬ নভেম্বর ২০২৫ খ্রিঃ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা (পূর্বপাড়া) এলাকায় জনৈক কামাল মিয়ার বাড়ির উঠান থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরবর্তীতে তার পরিচয় জানা যায়—
ফরহাদ হোসেন ইফতি (২৮), পিতা–আব্দুস সাত্তার, মাতা–ফাতেমা, সাং—আড়াইহাজার (ডাক বাংলো সংলগ্ন), থানা—আড়াইহাজার, জেলা—নারায়ণগঞ্জ।
তল্লাশিতে তার হেফাজত থেকে মেইড ইন ইউএসএ লেখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং লোডেড অবস্থায় ২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল।
থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, তার বিরুদ্ধে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা নং–৩৮, তারিখ ২১ মে ২০২৫ মুলতবি রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























