ঢাকা, ৪ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার):
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এর নেতৃত্বে আজ ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্প এলাকাতে বিএসটিআইর মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ কার্যক্রমে ঢাকা এপিবিএন-১১ সহযোগিতা প্রদান করে।
মোবাইল কোর্টে মেসার্স সিটি ফিলিং স্টেশন, ৩২, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকার জ্বালানি তেল পরিমাপ যাচাই করা হয়। পরীক্ষা শেষে ৩টি আকটেন ডিসপেন্সিং ইউনিট এবং ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিট সঠিক পরিমাপের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তবে ১টি আকটেন ডিসপেন্সিং ইউনিটে ত্রুটি থাকায় তা সিলগালা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব জ্যোতি প্রকাশ বর্মন, পরীক্ষক (মেট্রোলজি ও রসায়ন), বিএসটিআই, ঢাকা।
অনলাইন ডেক্স 























