গাজীপুর, ০২ নভেম্বর ২০২৫ (রবিবার) :
গাজীপুরের টঙ্গিতে অবস্থিত আর্চারি ট্রেনিং সেন্টারে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত “বাংলাদেশ লীগ রাউন্ড-৪ (চূড়ান্ত)-২০২৫” প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী আর্চারি দল সকল ইভেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এটি বিমান বাহিনী আর্চারি ইতিহাসে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে ধরা হচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার, বিকেএসপি এবং তীরন্দাজ সংসদসহ মোট ১১টি দল। মোট ৮৮ জন আর্চার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্য যে, ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে দেশের সম্মান আরো উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত করতে আর্চারি ইভেন্ট ২০১৫ সালে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী আর্চারি দলের সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত কঠোর অনুশীলন এবং নিয়মানুবর্তিতা অনুসরণ করে দেশের অন্যতম শক্তিশালী ও সুসংগঠিত আর্চারি দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
অনলাইন ডেক্স 























