বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় ডিএনসি, বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জিয়াউর রহমানের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১️⃣ মোঃ আল আমিন (২৫), পিতা: মোঃ সামাদ আলী, ঠিকানা: বড় বলুয়াহাট, থানা: সোনাতলা, জেলা: বগুড়া।
২️⃣ মোঃ খাজা মিয়া (৬৬), পিতা: মৃত বেলাল হোসেন, ঠিকানা: ফুলবাড়ী, থানা: বগুড়া সদর, জেলা: বগুড়া।
৩️⃣ রাজু ফকির (৩৪), পিতা: মৃত টুনা ফকির, ঠিকানা: মহাস্থান নামাপাড়া, থানা: শিবগঞ্জ, জেলা: বগুড়া।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজন আসামিকে ১৫ দিন ও একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থলেই আলামত ধ্বংস করা হয় বলে ডিএনসি সূত্রে জানা গেছে।
ডিএনসি জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অনলাইন ডেক্স 
























