সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে ঢাকার আশুলিয়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ওয়াকিটকি, উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামাদি পরবর্তীতে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট জানানোর আহ্বান জানানো হয়ে
ছে।
অনলাইন ডেক্স 
























