আগামী ঈদুল ফিতরে মুক্তির জন্য নির্মিত সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সিনেমা কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
মহরত অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি সার্ভাইভাল ঘরানার এবং পরিচালনা করছেন ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। শিগগিরই শুরু হবে সিনেমার শুটিং। নির্মাতার কথা অনুযায়ী, আগামী ঈদে দর্শকেরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
মহরত অনুষ্ঠানে প্রথমবার পূজা চেরীকে আফরান নিশোর নায়িকা হিসেবে পরিচয় করানো হয়। অনুষ্ঠানমঞ্চে তিনি পালকীতে চড়ে উপস্থিত হন, এবং মঞ্চে আসার সময় চঞ্চল চৌধুরী ও আফরান নিশো তাকে হাত ধরে নামাতে সহায়তা করেন। পূজা চেরী বলেন,
“মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ এই সিনেমায় আমার কোনো মেকআপ নেই। এখানে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে।”
তিনি আরও বলেন,
“ইতিমধ্যেই মেকআপ থেকে নিজেকে দূরে রেখেছি। আর ‘দম’ মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্কা অভিনেত্রী মনে করতে পারব।”
অনলাইন ডেক্স 






















