গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোর এলাকায় সেনাক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ এক বাবা ও ছেলে আটক হয়েছেন।
আটকরা হলেন—মো. তসলিম সিরাজ (৫৪) এবং তাঁর ছেলে মো. মুশফিক তসলিম (২৭)। তারা দুজনই গাজীপুর মহানগর বিএনপির বাসন থানার সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।
সূত্র জানায়, বুধবার দিবাগত রাত পৌনে ৩টা থেকে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে তসলিম সিরাজের বাড়ি থেকে উদ্ধার করা হয়—
-
৮টি বড় ছোরা
-
১৯টি ছোট ছোরা
-
৫টি বড় চাপাতি
-
৫টি ছোট চাপাতি
-
২টি হাঁসুয়া
-
৫টি রামদা
-
১টি সোজা রামদা
-
২৭টি নকল ডায়মন্ডসহ অন্যান্য অস্ত্র
এছাড়াও প্রায় ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অভিযান শেষে আটক বাবা-ছেলেকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেক্স 























