ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগেই গণভোটের দাবিতে ইসির সামনে সমাবেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২২০ Time View

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশজাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এবং মেট্রোরেল স্টেশনের কাছে পাকা মার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ স্থাপন করে সমাবেশ করে দল দুটি।

গণভোটের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন,

“জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সরকারের কিছু অর্থ খরচ হলেও গণভোটের আয়োজন করতে হবে, অন্যথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

অন্যদিকে, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন,

“জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে পারে না। নভেম্বর মাসেই গণভোট দিতে হবে।”

বিক্ষোভে বক্তারা নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত না হলে বিগত ইসির মতোই বর্তমান কমিশনকেও জনগণের প্রতিক্রিয়া মোকাবিলা করতে হবে।

জামায়াতে ইসলামীসহ আট দলের ৫ দফা দাবি:
১️⃣ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২️⃣ জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩️⃣ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️⃣ সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫️⃣ ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন’ আদেশ: দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নির্বাচনের আগেই গণভোটের দাবিতে ইসির সামনে সমাবেশ

আপলোড সময় : ০৬:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সামনে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশজাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এবং মেট্রোরেল স্টেশনের কাছে পাকা মার্কেট সংলগ্ন সড়কের পাশে অস্থায়ী মঞ্চ স্থাপন করে সমাবেশ করে দল দুটি।

গণভোটের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন,

“জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। সরকারের কিছু অর্থ খরচ হলেও গণভোটের আয়োজন করতে হবে, অন্যথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

অন্যদিকে, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন,

“জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে পারে না। নভেম্বর মাসেই গণভোট দিতে হবে।”

বিক্ষোভে বক্তারা নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত না হলে বিগত ইসির মতোই বর্তমান কমিশনকেও জনগণের প্রতিক্রিয়া মোকাবিলা করতে হবে।

জামায়াতে ইসলামীসহ আট দলের ৫ দফা দাবি:
১️⃣ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন।
২️⃣ জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩️⃣ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️⃣ সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫️⃣ ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন