রাজধানীতে মেট্রোরেলের চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। আজ সকাল থেকেই আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত রুটে নিয়মমাফিক ট্রেন চলতে দেখা গেছে।
এর আগে বুধবার রাতে নিরাপত্তার স্বার্থে আগারগাঁও থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় সামান্য কম্পন অনুভূত হওয়ায় সতর্কতামূলকভাবে ওই অংশে ট্রেন চলাচল স্থগিত করেছিল ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
রাতেই দ্রুত মেরামত কার্যক্রম সম্পন্ন করে কর্তৃপক্ষ। ফলে আজ সকালে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।
উল্লেখ্য, গত রোববার ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে পিলার ও উড়ালপথের সংযোগস্থল থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়। ওই ঘটনার পর ঐ স্থানে সীমিত গতিতে ট্রেন চলাচল করা হচ্ছিল।
আজ সকাল থেকে কোনো ত্রুটি ছাড়াই মেট্রোরেল চলতে থাকায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অনলাইন ডেক্স 



















