বিএএফ চিলড্রেন’স ক্লাব কুর্মিটোলা ও তেজগাঁওয়ের সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেন’স ক্লাবের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।
অনুষ্ঠানের শুরুতে দুই ক্লাবের সভানেত্রীদ্বয় ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করেন। পরে কোমলমতি শিশুদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়।
প্রধান অতিথি সালেহা খান শিশুদের প্রতিভা বিকাশে চিলড্রেন’স ক্লাবের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সৃজনশীল বিকাশে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্লাবদ্বয়কে উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় লেডিস ক্লাবের উপদেষ্টাবৃন্দ, বিএএফ চিলড্রেন’স ক্লাব কুর্মিটোলা ও তেজগাঁওয়ের সভানেত্রীদ্বয়, সম্পাদিকা, সহ-সম্পাদিকা, বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেন’স ক্লাবের সদস্যবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 
























