ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৪৩ Time View

 

অনলাইন ডেক্স. বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

আজ সোমবার (২০ অক্টোবর) টানা নবম দিনের মতো সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সমাবেশে শিক্ষক নেতারা ঘোষণা দিয়েছেন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন না।

শিক্ষকরা দাবি করছেন, সরকারি চাকরিজীবীদের মতো সুবিধা পাওয়া তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমান প্রজ্ঞাপনে তা নিশ্চিত হয়নি।

শিক্ষকদের চলমান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির একটি প্রতিনিধি দলের আসার কথা রয়েছে। ইতোমধ্যে গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও কয়েকটি রাজনৈতিক দল আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।

এর আগে রোববার (১৯ অক্টোবর) শিক্ষকরা ভুখা মিছিল কর্মসূচি পালনকালে পুলিশি বাধার মুখে পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।

তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ দেশের প্রতিটি জেলায় আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

শিক্ষকরা জানান, তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থানে থাকবে তাদের কর্মসূচি। দাবি মেনে একটি পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশ

আপলোড সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

 

অনলাইন ডেক্স. বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

আজ সোমবার (২০ অক্টোবর) টানা নবম দিনের মতো সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সমাবেশে শিক্ষক নেতারা ঘোষণা দিয়েছেন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন না।

শিক্ষকরা দাবি করছেন, সরকারি চাকরিজীবীদের মতো সুবিধা পাওয়া তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমান প্রজ্ঞাপনে তা নিশ্চিত হয়নি।

শিক্ষকদের চলমান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির একটি প্রতিনিধি দলের আসার কথা রয়েছে। ইতোমধ্যে গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও কয়েকটি রাজনৈতিক দল আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।

এর আগে রোববার (১৯ অক্টোবর) শিক্ষকরা ভুখা মিছিল কর্মসূচি পালনকালে পুলিশি বাধার মুখে পড়েন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন।

তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ দেশের প্রতিটি জেলায় আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

শিক্ষকরা জানান, তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থানে থাকবে তাদের কর্মসূচি। দাবি মেনে একটি পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন