আউটসোর্সিং পদ্ধতির দাস ব্যবসা বাতিল, সরকারি দপ্তরে নিজস্ব জনবল নিয়োগ এবং স্থায়ী পদে নিয়োগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ।
বক্তারা বলেন, বর্তমান আউটসোর্সিং পদ্ধতি শ্রমিকদের অধিকার হরণ করছে এবং চাকরির স্থায়িত্ব নষ্ট করছে। তারা দাবি জানান—দ্রুততম সময়ে ২০২৫ সালের নীতিমালা সংশোধন করে এই অমানবিক আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে। একই সঙ্গে সরকারি অফিসগুলোতে সরাসরি নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ সময় তারা ১১ অক্টোবর শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা ও দোষীদের বিচার দাবি করেন। বক্তারা বলেন, “আমরা দাসপ্রথা থেকে মুক্তি চাই, মর্যাদাপূর্ণ কর্মজীবন চাই।”
মানববন্ধনে সংগঠনের বিভিন্ন জেলা ও ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা জানান, দাবিগুলো না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অনলাইন ডেক্স 
























