বরগুনা প্রতিনিধি,
বরগুনার তালতলীতে তান্নু নামে এক শিশুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ঈদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তান্নু উপজেলার সোনাকাটা ইউনিয়নের ঈদুপাড়া গ্রামের দুলাল খানের মেয়ে। সে নার্সারি শ্রেণিতে পরছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পারিবারিক কলহের জেরে হাবিব খান গাছের ডাল দিয়ে তার ভাতিজি তান্নুকে এলোপাতাড়ি পেটায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে ২০১৫ সালের ৭ ডিসেম্বর তান্নুর মা তানিয়াকে জবাই করে হত্যা করেছিল হাবিব।
শিশুর বাবা দুলাল খান বলেন, দশ বছর আগে আমার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছিল হাবিব। সেই খুনি ফিরে এসে আমার একমাত্র মেয়েকেও মেরে ফেলল।
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত হাবিব খানকে আটক করা হয়েছে। মরাদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।মরাদেহ ময়নাতদন্ত শেষে পরিবারেরে কাছে হস্তান্তর করা হবে।
অনলাইন ডেক্স 
























