বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক প্রণব জ্যোতি পালসহ গ্রেপ্তারকৃত চার শ্রমিক নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে এ দাবি জানায় সংগঠনটির নেতারা। কর্মসূচি থেকে নেতাদের নামে দেওয়া ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, শ্রমজীবীদের ওপর হামলা, নির্যাতন ও ছাঁটাই বন্ধের দাবিও জানান তারা।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ আবু নাঈম খান বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক সেলিম মাহমুদ, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক আবুল কালাম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুল আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সঙ্ঘের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও সমস্যার মূল কারণ চিহ্নিত না করে; রাতারাতি ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের সিদ্ধান্ত মানে হাজার হাজার শ্রমজীবী মানুষকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া। এই দায়িত্বহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলায় শ্রমিক ফ্রন্টের সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর এবং প্রণব পালসহ শ্রমিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একাধিক মামলা দায়ের করা হয়েছে। এটি জনআকাঙ্ক্ষাকে পদদলিত করে পুলিশি কর্তৃত্ববাদী ব্যবস্থা বজায় রাখার প্রচেষ্টার প্রতিফলন।
তারা বলেন, বিগত ১৬ বছর মিথ্যা মামলা দিয়ে কীভাবে পুলিশকে ব্যবহার করে বিরোধী মত দমন করা হয়েছে; তা দেশের মানুষ দেখেছে। ৫ আগস্টের পরে আমরা সেই পুলিশ, সেই প্রশাসনকে আর দেখতে চাই না।
এ সময় এশিয়ান পেইন্টের ইউনিয়ন নেতৃবৃন্দ এবং শ্রমিকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অভিযোগপত্র দাখিলের নিন্দা জানিয়ে শ্রমিক আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান নেতারা। সমাবেশ থেকে শ্রম আইন সংশোধনে আইএলও কনভেনশনের যথাযথ প্রতিফলন নিশ্চিতেরও দাবি জানানো হয়।
ব্যাটারিচালিত রিকশার নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত হয়রানি বন্ধ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কল-কারখানা খুলে দেওয়ার জোর দাবি জানান শ্রমিক নেতারা। এ সময় তারা গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা ও যাত্রীদের গ্রেপ্তারের নিন্দা জানান। একইসঙ্গে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান নেতারা।
প্রসঙ্গত, একই দাবিতে সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
শিরোনাম :
আবু জাফর, প্রণব পালসহ শ্রমিক নেতাদের মুক্তি দাবি
-
অনলাইন ডেক্স - আপলোড সময় : ০৭:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- ২১৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ























