ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিমা বিসর্জনে নির্ধারিত রুট মেনে চলায় ধন্যবাদ ডিএমপির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২১২ Time View

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দেবী দুর্গার বিদায়ের সুরে মুখরিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী। সকালে সিঁদুর খেলা শেষে দুপুর থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে বিসর্জন শোভাযাত্রা শেষ হয়। এই শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে ডিএমপি সাধারণ নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক পুলিশ মোতায়েন করেছিল। এছাড়া, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়। পলাশী মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজঘাটে তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছিল। নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম এবং SWAT দল সার্বক্ষণিক প্রস্তুত ছিল। এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্টদের প্রতি নির্ধারিত সময় ও রুট মেনে চলার জন্য ধন্যবাদ জানিয়েছে। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গাপূজার সমাপ্তি শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমা বিসর্জনে নির্ধারিত রুট মেনে চলায় ধন্যবাদ ডিএমপির

আপলোড সময় : ০৭:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে দেবী দুর্গার বিদায়ের সুরে মুখরিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী। সকালে সিঁদুর খেলা শেষে দুপুর থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে বিসর্জন শোভাযাত্রা শেষ হয়। এই শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে ডিএমপি সাধারণ নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক পুলিশ মোতায়েন করেছিল। এছাড়া, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়। পলাশী মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজঘাটে তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছিল। নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম এবং SWAT দল সার্বক্ষণিক প্রস্তুত ছিল। এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্টদের প্রতি নির্ধারিত সময় ও রুট মেনে চলার জন্য ধন্যবাদ জানিয়েছে। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গাপূজার সমাপ্তি শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন