ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন জিনেদিন জিদান। যদিও জিনেদিন জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত হলেও ছিলেন ফরাসি কিংবদন্তি। ১৯৯৮ সালে ফ্রান্সকে জেতান ফুটবল বিশ্বকাপ। তবে তার ছেলে লুকা জিদান অবশ্য ডাক পেয়েছেন আলজেরিয়ার জাতীয় ফুটবল দলে। চলতি মাসে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে খেলতে দেখা যাবে তাকে।
ফ্রান্সের জুনিয়র দলে খেললেও জাতীয় দলে সুযোগ পাননি লুকা। সম্প্রতি জাতীয়তা বদলের অনুমতি পেয়েছেন ফিফার কাছ থেকে। দাদা-দাদির দেশ আলজেরিয়ার হয়েই এবার আন্তর্জাতিক মঞ্চে নাম লিখিয়েছেন ২৭ বছর বয়সি এই গোলরক্ষক।
বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রানাডায় খেলছেন তিনি। লুকা উত্তর আফ্রিকার দেশটির হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন বাবা জিদানের মাধ্যমে। জিদানের বাবা-মা আলজেরিয়ার কাবাইলি অঞ্চল থেকে ফ্রান্সে স্থায়ী হন।
ইংল্যান্ড দলে জায়গা হয়নি বেলিংহাম-ফোডেন-গ্রিলিশের
লুকাকে ৯ অক্টোবর সোমালিয়া ও ১৪ অক্টোবর উগান্ডার বিপক্ষে ম্যাচের জন্য দলে ডেকেছে আলজেরিয়া। গ্রুপ জি-তে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, চার পয়েন্ট পিছিয়ে উগান্ডা। বাকি দুই ম্যাচে যেকোনও একটিতে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে আগামী বিশ্বকাপের টিকিট।
শিরোনাম :
জিদানের ছেলে লুকা ফ্রান্স নয়, আলজেরিয়ার জাতীয় দলে
-
অনলাইন ডেক্স - আপলোড সময় : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- ২২২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
























