ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ যেমন হবে বাংলাদেশের একাদশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২১৮ Time View

গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা আফগানিস্তান রহমানউল্লাহ গুরবাজের ৪০ এবং মোহাম্মদ নবির ৩৮ রানে ভর করে ১৫২ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে বাংলাদেশ ১০৯ রান পাওয়ায় জয়ের পথ সুগম হয়। কিন্তু এরপর ৯ রানের ব্যবধানে টপঅর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে পথটা কঠিন হয়ে যায় টাইগারদের। শেষ পর্যন্ত সোহান-রিশাদের ক্যামিওতে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয় এসেছে।
টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার দিনে টাইগারদের হয়ে পারভেজ হোসেন ইমন ৫৪ এবং তানজিদ হাসান তামিম ৫১ রান করেন। ফলে অবাক করা কিছু না ঘটলে এই দুজনকেই দ্বিতীয় ম্যাচেও দেখা যাচ্ছে। আর তেমনটা হলে ওয়ান ডাউনে খেলবেন সাইফ হাসান। এশিয়া কাপে বাংলাদেশের এই সেরা রানসংগ্রাহক অবশ্য প্রথম ম্যাচে রান পাননি। তবে একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে মিডল অর্ডারে। কারণ সেভাবে ব্যাট হাতে কিছু করতে পারছেন না শামীম পাটোয়ারী। তাওহীদ হৃদয় দলে ফিরলে তিনি বাদ পড়তে পারেন। যদিও হৃদয়ের এখনও জ্বর।
দ্বিতীয় ম্যাচেও হৃদয়ের খেলা নিয়ে শঙ্কা
আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, হেরে বললেন রশিদ খান
৪২১৮ দিনের ক্রিকেটে এমন ঘটনা প্রথম দেখা গেল
এ ছাড়া পরিবর্তনের সম্ভাবনা আছে পেস বোলিং বিভাগে। টানা খেলার ওভারলোড কমাতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রামও দেওয়া হতে পারে। তাসকিনকে এভাবে বিশ্রাম দেওয়া হয়েছিল এশিয়া কাপে। তবে মুস্তাফিজ খেলে চলেছেন টানা। ফলে তাদের বদলে শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন একাদশে ফিরতে পারেন। আবার একজন বিশ্রাম পেলে ডাক পাবেন শরিফুল। এ ছাড়া গত ম্যাচে ফিনিশিং দেওয়া নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনসহ বাকিদের আজও খেলানোর সম্ভাবনা বেশি।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), তাওহীদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন’ আদেশ: দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ যেমন হবে বাংলাদেশের একাদশ

আপলোড সময় : ০৬:৩৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা আফগানিস্তান রহমানউল্লাহ গুরবাজের ৪০ এবং মোহাম্মদ নবির ৩৮ রানে ভর করে ১৫২ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে বাংলাদেশ ১০৯ রান পাওয়ায় জয়ের পথ সুগম হয়। কিন্তু এরপর ৯ রানের ব্যবধানে টপঅর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে পথটা কঠিন হয়ে যায় টাইগারদের। শেষ পর্যন্ত সোহান-রিশাদের ক্যামিওতে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয় এসেছে।
টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার দিনে টাইগারদের হয়ে পারভেজ হোসেন ইমন ৫৪ এবং তানজিদ হাসান তামিম ৫১ রান করেন। ফলে অবাক করা কিছু না ঘটলে এই দুজনকেই দ্বিতীয় ম্যাচেও দেখা যাচ্ছে। আর তেমনটা হলে ওয়ান ডাউনে খেলবেন সাইফ হাসান। এশিয়া কাপে বাংলাদেশের এই সেরা রানসংগ্রাহক অবশ্য প্রথম ম্যাচে রান পাননি। তবে একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে মিডল অর্ডারে। কারণ সেভাবে ব্যাট হাতে কিছু করতে পারছেন না শামীম পাটোয়ারী। তাওহীদ হৃদয় দলে ফিরলে তিনি বাদ পড়তে পারেন। যদিও হৃদয়ের এখনও জ্বর।
দ্বিতীয় ম্যাচেও হৃদয়ের খেলা নিয়ে শঙ্কা
আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, হেরে বললেন রশিদ খান
৪২১৮ দিনের ক্রিকেটে এমন ঘটনা প্রথম দেখা গেল
এ ছাড়া পরিবর্তনের সম্ভাবনা আছে পেস বোলিং বিভাগে। টানা খেলার ওভারলোড কমাতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রামও দেওয়া হতে পারে। তাসকিনকে এভাবে বিশ্রাম দেওয়া হয়েছিল এশিয়া কাপে। তবে মুস্তাফিজ খেলে চলেছেন টানা। ফলে তাদের বদলে শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন একাদশে ফিরতে পারেন। আবার একজন বিশ্রাম পেলে ডাক পাবেন শরিফুল। এ ছাড়া গত ম্যাচে ফিনিশিং দেওয়া নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনসহ বাকিদের আজও খেলানোর সম্ভাবনা বেশি।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), তাওহীদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন